ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টুয়েন্টি টুর্নামেন্ট আইপিএলের চাহিদা তুঙ্গে। বিশ্বের সকল লিগের চেয়ে এই লিগের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। আইপিএলকে দেখে অনেক দেশেই তৈরি হয়েছে এমন লিগ।
আইপিএলে আইসিসি হস্তক্ষেপ করতে চায় এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে আইসিসির পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয়েছে। তারা বলেছে, আইসিসি আইপিএলে কোন রকম হস্তক্ষেপ করতে চায়না বা করবে না। তবে কিছু নিয়ম নির্ধারণ করে দিবে। সেটা শুধু আইসিসি নয়, সকল ফ্রাঞ্জাইজি ভিত্তিক টুর্নামেন্টের জন্যই।
আইসিসির প্রধান নির্বাহী বলেন, আমরা সৌভাগ্যবান যে বিশ্বজুড়ে বেশ কয়েকটি টি-টুয়েন্টি লিগ পেয়েছি। যার মধ্যে আইপিএল একটি। আইপিএলের সুনাম রয়েছে বিশ্বজুড়ে। তবে আমাদের ওয়ার্কিং গ্রুপ বিশ্বের বিভিন্ন টি-টুয়েন্টি লিগের জন্য নিয়মের খসড়া তৈরি করতে গিয়ে এগুলো মাথায় রাখবে। আমাদের উদ্দেশ্য হল বিশ্বজুড়ে এসব লিগের জন্য ন্যূন্যতম নিয়ম তৈরি করা এবং সেটা মেনে চলা। যাতে খেলাটা সুষ্ঠুভাবে আন্তর্জাতিক এবং ঘরোয়া দুই ক্ষেত্রেই দীর্ঘদিন টিকে থাকতে পারে।