মামুন মোল্লা (খুলনা) ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৮ বোতল ফেন্সিডিলসহ ৩ (তিন) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট একটি সুত্রের।
জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী উজ্জল সরকার (৩২), পিতা-বাবলু সরকার, সাং-লায়ন্স স্কুলের পিছনে, থানা-সোনাডাঙ্গা মডেল, মোঃ আব্দের রাব্বী (১৯), পিতা-মোঃ মোয়াজ্জেম তালুকদার, সাং-চক্রাখালী, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা এবং সাগর শেখ (৩০), পিতা-ফায়েক শেখ, সাং-দত্তডাঙ্গা, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-গ্রামীণ আবাসিক, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীদের’কে মহানগরীর খুলনা ও সোনাডাঙ্গা মডেল থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৮ বোতল ফেন্সিডিল আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।