নড়াইল জেলা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ও সদস্য সচিবের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে,নেপর্থে কমিটি অনুমোদন

Uncategorized রাজনীতি

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল জেলা বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব আবদুল্লাহ্ আল জাবের,সদর উপজেলা কমিটি’র অনুমোদনের বিষয়ে কিছুই জানেন না। নড়াইল জেলা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ড.তপন কুমার সরকার,সদস্য সচিব আবদুল্লাহ্ আল জাবের (লোটাস) কমিটি অনুমোদনের পর থেকেই সুন্দর ভাবেই পরিচালনা করে আসছে। এরই মধ্যে নড়াইল পৌর শাখায় ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি ড.তপন কুমার সরকার আহ্বায়ক,সদস্য সচিব আবদুল্লাহ্ আল জাবের ও ড. শেখ আবদুল্লাহ আল মামুন,যুগ্ন সাধারন সম্পাদক বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি এর স্বাক্ষরে অনুমোদন দেয়া হয়। এদিকে সদর উপজেলা কমিটি’র অনুমোদন হলেও নড়াইল জেলা বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব আবদুল্লাহ্ আল জাবের (লোটাস) সদর উপজেলা কমিটি’র বিষয়ে কিছুই জানেন না। নড়াইল সদর উপজেলা শাখা কমিটি অনুমোদন পত্রে আপনি নড়াইল জেলা বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব এবং অন্যান্ন কমিটি’র অনুমোদন পত্রে আপনার স্বাক্ষর থাকলেও এই কমিটি’র অনুমোদন পত্রে আপনার স্বাক্ষর নাই কেন,জানতে চাইলে,নড়াইল জেলা বঙ্গবন্ধু পরিষদ এর সদস্য সচিব আবদুল্লাহ্ আল জাবের,এ প্রতিবেদককে জানান,আমি উপজেলা কমিটি অনুমোদনের বিষয়ে কিছুই জানি না,পরে আমি ফেসবুকে দেখে জানতে পারি ড.তপন কুমার সরকার ও মলায় কুমার কুন্ডু কমিটি করে এনেছেন,কি ভাবে কমিটি করলেন বা কিষের বিনিময়ে করলেন এবং কেন আমাকে না জানিয়ে কমিটি করা হলো বুঝতে পারছিনা,আপনি ড.তপন কুমার সরকার ও মলায় কুমার কুন্ডু দাদার সাথে কথা বলেন। এ বিষয়ে নড়াইল বঙ্গবন্ধু পরিষদের পৌর কমিটির সভাপতি জাহাঙ্গীর কবির তিনিও কিছু জানেন না,বলে জানান। নড়াইল জেলা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ড.তপন কুমার সরকার জানান,কেন্দ্রীয় কমিটি অনুমোদন দিয়েছেন,কেন্দ্রীয় কমিটি নড়াইল সদর উপজেলা শাখা কমিটি’র অনুমোদন দিয়েছে এটা কোন বিষয় না,কেন্দ্রীয় কমিটি অনুমোদন দিতে পারে। নড়াইল জেলা বঙ্গবন্ধু পরিষদের সদস্য,মলায় কুমার কুন্ডু জানান,মুসা মিয়া ঢাকা থেকে কমিটি করিয়ে এনেছে,সেই ভালো বলতে পারবে,কেন্দ্রীয় নেতা কমিটি’র অনুমোদন দিচ্ছেন এবং আপনি পাশে বসে ছিলেন,এমন একটি ছবি ফেসবুকে পোষ্ট দিয়েছেন মো:মুসা মিয়া,জানতে চাইলে মলায় কুমার কুন্ডু সোনা যাচ্ছেনা বলে ফোন কেটে দেন।বঙ্গবন্ধু পরিষদের নড়াইল সদর উপজেলা শাখার সদ্য সাধারণ সম্পাদক মো:মুসা মিয়া জানান,আমি বঙ্গবন্ধু পরিষদে নতুন,নড়াইল জেলা কমিটি ও কেন্দ্রীয় কমিটি যেটা ভালো বুঝেছেন সেটাই করেছেন বলে জানান।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *