মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সুবাস চন্দ্র বোস আনারস প্রতিক নিয়ে ২৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নড়াইল জেলা আওয়ামী-লীগের মনোনিত প্রার্থী অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস ও তার নিকটতম মোটরসাইকেল প্রতিকের প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু পেয়েছেন ১৭৮ ভোট পেয়ে দ্বতীয় এবং চশমা প্রতিকের প্রার্থী সুলতান মাহমুদ বিপ্লব ১১৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। জেলা পরিষদ নির্বাচনে ৪টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং মোট ৫৫২ জন ভোটার,এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে (১৭ অক্টোবর) সোমবার বিকালে এ নির্বাচনী ভোটের ফলাফল ঘোষণা করেন,জেলা প্রশাসন।এদিকে,বেসরকারিভাবে জেলা পরিষদ র্নিবাচনে সাধারণ সদস্য পদে বিজয়ী হয়েছেন,১নং ওয়ার্ডের খাঁন শাহিন সাজ্জাদ (পলাশ), ২নং ওয়ার্ডের খোকন কুমার সাহা এবং ৩নং ওয়ার্ডের সৈয়দ সামসুল আলম। বেসরকারিভাবে সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে ১নং ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন,মোসা: শাহিনুর আক্তার রুমা এবং ২নং ওয়ার্ড থেকে জেসমিন নির্বাচিত হয়েছেনে। এদিকে,কঠোর নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়ে নড়াইল জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সর্বপরি আইন-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ উপলক্ষ্যে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন,পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন। এসময় পুলিশ সুপার সাদিরা খাতুন সাংবাদিকদের জানান,নারী-পুরুষ সকলের ভোটাধিকার প্রয়োগের সাধীনতা রয়েছে,সকলে নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করবে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি আনসার ও র্যাব সদস্যগণ নিয়োজিত রয়েছে,কোনো কেন্দ্রে সমস্যা দেখা দিলে দ্রুত সিনিয়র অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা বা কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য সকলকে পরামর্শসহ আহব্বান জানান। পুলিশ সুপার আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকলকে সততা,নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে ভদ্র ও মার্জিত আচরণের মাধ্যমে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য ধন্যবাদ জানান। নড়াইল জেলা পরিষদ নির্বাচনে বিজয়ের পরে সুবাস চন্দ্র বোসকে নড়াইল জেলা আওয়ামী-লীগ এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মিবৃন্দ বিজয়ী নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।