শেখ রাসেল দিবসে রংপুর মেট্রোপলিটন পুলিশের শ্রদ্ধা নিবেদন

Uncategorized অন্যান্য



নিজস্ব প্রতিনিধি ঃ ‘ শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ এই প্রতিপাদ্যকে ধারণ করে মঙ্গলবার ১৮ অক্টোবর, পালিত হলো শেখ রাসেল দিবস। শেখ রাসেল দিবস উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে বিভাগীয় ও জেলা প্রশাসন, রংপুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এডমিন এন্ড ফিন্যান্স) এ এফ এম আনজুমান কালাম বিপিএম (বার), রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সায়ফুজ্জামান ফারুকী, জেলা প্রশাসক রংপুর, পুলিশ সুপার রংপুর সহ অন্যান্য অতিথিবৃন্দ।
শেখ রাসেল দিবস উপলক্ষে সকাল ৯ টায়, অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি রংপুর জিলা স্কুলের প্রধান ফটক থেকে শুরু হয়ে টাউন হল চত্ত্বরে এসে শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণ শেষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সায়ফুজ্জামান ফারুকী।

পুষ্পস্তবক অর্পণ শেষে শেখ রাসেল এর ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ৫৮ টি বেলুন উড়ানো হয়। এরপর অতিথিবৃন্দ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ রাসেল দিবসের মূল অনুষ্ঠান শেষে দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আগত অতিথিবৃন্দ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *