যশোর জেলা ডিবি পুলিশ কর্তৃক কোতয়ালী থানা এলাকা থেকে আগ্নেয়াস্ত্রের সরঞ্জামাদি উদ্ধার

Uncategorized আইন ও আদালত

সুমন হোসেন (যশোর) ঃ যশোর জেলাকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, জঙ্গিবাদমুক্ত রাখার লক্ষ্যে জেলা পুলিশ সুপার এর দিক নির্দেশনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে যশোর জেলা পুলিশ।

যশোর কোতয়ালী মডেল থানার মামলা নং-৪৮(১০)২২, ধারা- দি আর্মস্ এ্যাক্টস্ ১৮৭৮ এর ১৯ এ/১৯(এফ) মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সোলায়মান আক্কাস অত্র মামলার রিমান্ডে প্রাপ্ত আসামী আব্দুল আজিজ, এবং কুদ্দুস আলীদের রিমান্ডে প্রাপ্ত হয়ে জিজ্ঞাসাকালে প্রাথমিকভাবে জানায় যে, অত্র মামলার ঘটনাস্থলে উল্লেখিত ওয়ার্কসপের মধ্যে মাটির নিচে আরো পিস্তল তৈরীর সরঞ্জাম রাখা আছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার ২১ অক্টোবর ১১ টা ১০ মিনিটের সময় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন পশ্চিম বারান্দিপাড়া সাকিনস্থ রাঙ্গামাটি গ্যারেজের পার্শ্বে নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর ভিতর হতে আসামীদের দেখানো ও বের করে দেওয়া মতে নিন্মে উল্লেখিত আলামত উদ্ধার করেন।

এ সংক্রান্ত কোতয়ালী মডেল থানার মামলা নং- ৭৯, তাং-২২/১০/২২ খ্রিঃ, ধারা- দি আর্মস্ এ্যাক্টস্ ১৮৭৮ এর ১৯এ মামলা রুজু হয়েছে।

আসামীর নাম-ঠিকান যথাক্রমে,মোঃ আব্দুল আজিজ (৪৪), পিতামৃত- এলাহি বক্স, সাং- বেজপাড়া আকবরের মোড় এবং মোঃ কুদ্দুস আলী (৩০), পিতা- আহম্মদ আলী, সাং- বাহাদুরপুর মধ্যপাড়া, উভয়থানা- কোতয়ালী, জেলা-যশোর।

উদ্ধারকৃত আলামতের বিবরন যথাক্রমে,১টা পিস্তলের লোহার বডি, যাহার দৈর্ঘ্য ৬.৮ ইঞ্চি, ১টা পিস্তলের স্লাইড, যাহা ফায়ারিং পিন সংযুক্ত, যাহার দৈর্ঘ্য ৭ ইঞ্চি, পিস্তলের ব্যারেল ২টা, যাহার দৈর্ঘ্য ৪.৮ ইঞ্চি, পিস্তলের ট্রিগার ২টা, পিস্তলের অসম্পন্ন ম্যাগজিন ০২টা,হেমার ১টা এবং ছোট স্প্রিং ২টা। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *