জিএমপি’র পুলিশ কমিশনার কর্তৃক এমআইএম গার্মেন্টস, পূবাইল এবং ফুলএভার বিডি লিমিটেড পরিদর্শন

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ রবিবার ২৩ অক্টোবর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) এমআইএম গার্মেন্টস, পূবাইল এবং ফুলএভার বিডি লিমিটেড, গাছা পরিদর্শন করেন।

পরিদর্শন কালে তিনি গার্মেন্টস দুটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং গার্মেন্টস মালিক, কর্মীসহ সকল স্টাফদের সাথে মতবিনিময় করেন।

আইন-শৃঙ্খলা, শ্রমিকদের কর্মপরিবেশ, ইভটিজিং, সাইবার ক্রাইম ইত্যাদি সম্পর্কে পুলিশ কমিশনার আলোকপাত করেন এবং এসকল সংক্রান্ত পুলিশী সহযোগীতার আশ্বাস দেন। তিনি ব্যক্তিগত নিরাপত্তার পাশাপাশি সাইবার অপরাধ সম্পর্কে সচেতন হওয়ার জন্য উদ্বুদ্ধ করেন।

গার্মেন্টস মালিক, কর্মীসহ অন্যান্য স্টাফগণ পুলিশ কমিশনার কে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় গার্মেন্টস মালিক, পরিচালনা পর্ষদ সহ জিএমপির অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *