নিজস্ব প্রতিনিধি ঃ রবিবার ২৩ অক্টোবর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গাইবান্ধা গোবিন্দগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে ৪০০ এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন সহ ১ জনকে গ্রেফতার করে।
এ বিষয়ে উপ-পরিদর্শক মোঃ কোরবান আলী সরকার বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গোবিন্দগঞ্জ থানায় ১ টি নিয়মিত মামলা দায়ের করেন । উপ-পরিদর্শক মোঃ কোরবান আলী সরকার জানান মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া।
