নিজস্ব প্রতিনিধি ঃ বৃহস্পতিবার ২৭ অক্টোবর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) বিআরটি প্রজেক্টের মিলগেট এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে কমিশনার প্রজেক্টের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং উপস্থিত ট্রাফিক বিভাগের সকল কর্মকর্তা ও সদস্যগণদের ট্রাফিক ব্যবস্থাপনায় বিভিন্ন দিক নির্দেশনা দেন।
তিনি ডেসকোর দায়িত্বাধীন ও বি আর টি প্রজেক্টের কর্মকর্তাদের সাথে সমন্বয় সাধন করে মিলগেট, ময়মনসিংহমুখী অংশের ভেংগে পড়া খুঁটি দ্রুত সড়িয়ে ফেলার কথা বলেন।
ট্রাফিক বিভাগের সকল সদস্যদের নিরলস পরিশ্রমের জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানান ও জনস্বার্থে নিজেকে নিয়োজিত রাখার জন্য সচেষ্ট রাখতে উদ্বুদ্ধ করেন।
