নিজস্ব প্রতিবেদক ঃ ১৯৯৩ সালে পরিচালক সোহানুর রহমান সোহানের কেয়ামত থেকে কেয়ামত মুভি দিয়ে চলচ্চিত্রে আগমন হয় আজকের সুপারস্টার মৌসুমীর। অনবদ্য আকর্ষণী সুন্দর লুক আর মন কাড়া অভিনয় দক্ষতা দিয়ে লক্ষ লক্ষ মানুষের মনে জায়গা করে নিয়েছেন মৌসুমি।
এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক সুপার ডুপার হিট সিনেমা করে নিজের শক্ত অবস্থান করে নিয়েছেন ফিল্ম ইণ্ডাষ্ট্রিতে।
সেই ছোট্ট মেয়েটি বয়সে কিশোরী হলেও কেয়ামত থেকে কেয়ামত মুভিতে তার অভিনয়,বডি ল্যাঙ্গুয়েজ,নাচ, মায়াবী মুখ ,হরণী চোখ, এক্সপ্রেশান সবাই কে মুগ্ধ করেছিল।
মৌসুমী যে সেরাদের সেরা হতে এসেছিল তা তার কেয়ামত থেকে কেয়ামত মুভি দেখেই ভালো ভাবে বুঝা যায়।
আর সে ছোট কিশোরী আজ জীবন্ত কিংবদন্তী এই চলচ্চিত্রে সবার হৃদয়ে জায়গা করে আছে।