পিংকি জাহানারা (খুলনা) ঃ রবিবার সকাল ৯ টায় জেলা প্রশাসক কার্যালয়ে রবিবার সকাল ৯ টায় “” হাতের পরিচ্ছন্নতায় এসো সবাই এক হই “” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়।
দিবসটি উপলক্ষে রবিবার সকালে হাত ধোয়া ও স্যানিটেশন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সঠিকভাবে হাত ধোয়ার কৌশল প্রদর্শনীর আয়োজন করা হয়।
হাত ধোয়া প্রদর্শনীর আলোচনা সভায় বক্তব্য দেন খুলনার ডিসি মনিরুজ্জামান তালুকদার।
এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন শিশু সদন, জিলা স্কুল, করোনেশন স্কুল, ইকবাল নগরের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, এডিসি, জেলা শিক্ষা অফিসার, সকল সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ।
