গাজীপুরে জাতীয় যুব দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা, ঋণ প্রদান, সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিবেদক ঃ রবিবার ৬ নভেম্বর যুব উন্নয়ন অধিদপ্তর, গাজীপুর কর্তৃক আয়োজিত ”প্রশিক্ষিত যুব উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে “জাতীয় যুব দিবস ২০২২” উদযাপন উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণ চেক, সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহ্সান রাসেল এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্যা নজরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রধানমন্ত্রীর নির্দেশে যুবকদের আত্মকর্মসংস্থান তৈরী করার জন্য কাজ করতে হবে। দেশের উন্নয়নে সকল যুব সমাজকে একযোগে কাজ করে যাবার আহবান জানান তিনি।

পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, যুব সমাজ দেশের সম্পদ। এ সম্পদকে কাজে লাগাতে হবে। মাদকের সম্পর্কে “জিরো টলারেন্স” নীতি মেনে চলতে হবে। সকলের সহযোগিতা নিয়ে মাদকমুক্ত একটি মহানগর উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গাজীপুর আনিসুর রহমান, আতাউল্লাহ মন্ডল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), গাজীপুর মহানগর আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *