!! যদি ভুলে যেতে চাও!! “আহাম্মদ কবীর হিমেল “

Uncategorized অন্যান্য

আমাকে ভুলে যেতে চাও?
বেশ ভুলে যাও তবে।
ভুলে যাও সেই ফেলে আসা সোনালী দিন
বয়স বাড়ার ছুতোয়, অযথা হাসাহাসি
অপেক্ষার মধুর জ্বালাতন।
ফাঁকি দেওয়া চোখ কিংবা
রপ্ত হওয়া সাংকেতিক ভাষা।
একে একে ভুলে যাও তুমি বিভৎস সময়ের স্বপ্ন রঙিন।
চোর পুলিশ, কানামাছি অথবা ছন্দ কথা
নিদ্রাহীন চোখ খুঁজে নিক অন্য স্বর্গলোক।
আমাকে যদি ভুলে যেতে চাও
ব্যস্ততার যাঁতাকলে নিজেকে পিষে নিয়ো প্রতিনিয়ত
অন্যথায় অলস মস্তিষ্কে আমারই রবে নিত্য বসবাস।
আমাকে ভুলে যেতে চাইলে
ভুলে যাও রক্তিম সকাল, সোনা রোদ, মনোলোভা বিকেল, প্রসাধনীময় জোছনা রাত্রি,
প্রখোর রৌদ্র তাপ কিংবা হিমেল বায়ু।
ভুলে যেতে থাকো কবিতার পঙক্তি,
ইচ্ছের ফানুসে উড়া কামিনী ফুলের সুভাস।
দ্বিপাক্ষিক সমযতার নৈসর্গিক চুক্তি
ভুলে যাও একে একে সব
ফেইসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ
কিংবা ইমোতে অযথা পায়চারি
স্মৃতির পাতায় এঁটে থাকা মন, বর্তমান ও আগামীর সন্ধিক্ষণ, হিমালয়ে আহরণ এবং
নোনাজলে সময় অসময়ে ক্লান্তিহীন ধাপা ধাপি।
যদি এর কোন একটি ভুলে যেতে না পারো তুমি
তবে যেনে রেখো আমাকে ভুলা
আর কোন কালেই হবে না তোমার।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *