নিজস্ব প্রতিনিধি ঃ রবিবার ২০ নভেম্বর, পুলিশ লাইন্স,নীলফামারী মাঠে সকাল সাড়ে ৮ টায় জেলা পুলিশ,নীলফামারীর মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার- ফোর্সের অংশগ্রহণে অনুষ্ঠিত প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন সুযোগ্য পুলিশ সুপার,নীলফামারী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান , পিপিএম। পরিদর্শন শেষে পুলিশ সুপার,নীলফামারী উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
পুলিশ সুপার তার বক্তৃতায় বলেন পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য অক্লান্ত পরিশ্রম করেন, তাই সকলের সুস্থ থাকা জরুরি। শারীরিকভাবে সুস্থ থাকার জন্য তিনি সকলকে স্বাস্থ্যকর খাবার খাওয়া ও ডিউটির পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের নির্দেশনা প্রদান করেন। মাতৃভূমির প্রতি দায়িত্ব পালন ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোহাম্মদ সারোআর আলম,অতিরিক্ত পুলিশ সুপার,(সৈয়দপুর-সার্কেল), আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) নীলফামারী সহ সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ট্রাফিক ইন্সপেক্টর,আরওআই, নীলফামারী-কোর্ট পুলিশ পরিদর্শক,আর.আই ও অন্যান্য কর্মকর্তাগণ।
প্যারেড কমান্ডার হিসেবে মাস্টার প্যারেড পরিচালনা করেন মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী।