অভিনব কায়দায় এম্বুলেন্সে মাদক পরিবহন ও পাচার কালে ২৫ কেজি গাঁজা ও বিদেশী মদ সহ ১ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত



নিজস্ব প্রতিনিধি ঃ এ্যাম্বুলেন্সে করে অভিনব কায়দায় মাদক পরিবহন ও পাচার কালে ২৫ কেজি গাঁজা ও বিদেশী মদ সহ ১ জন মাদক ব্যবসায়ীকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, গতকাল মঙ্গলবার ২৭ ডিসেম্বর, র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন বঙ্গশাসন এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে এ্যাম্বুলেন্সে করে অভিনব কায়দায় মাদক পরিবহনকালে আনুমানিক ৯,৬০,০০০ (নয় লক্ষ ষাট হাজার) টাকা মূল্যের ২৫ (পঁচিশ) কেজি গাঁজা ও ২১ (একুশ) বোতল বিদেশী মদ সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ এমদাদ হোসেন (৪০) বলে জানা যায়।

এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি এ্যাম্বুলেন্স ও ১টি মোটরসাকেল জব্দ এবং ১টি মোবাইল ফোন ও নগদ- ৪,৭০০ (চার হাজার সাতশত) টাকা উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *