নিজস্ব প্রতিনিধি ঃ “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্য কে সামনে রেখে মঙ্গলবার ২৭ ডিসেম্বর, মুন্সীগঞ্জ সদর থানাধীন মিরকাদিম গ্রীণ ওয়েল ফেয়ার ক্লাব এর মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা পুলিশ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর খেলায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম পিপিএম। টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেব।
১ম সেমিফাইনাল খেলায় মুন্সীগঞ্জ টাইর্গাস থানাকে ট্রাইবেকারে ৪-৫ গোলে পরাজিত করে ড্রিম টাচ সিরাজদখিান থানা ফাইনালে চলে যায়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস, সকল সার্কেল অফিসার সহ আরো অন্যান্য অফিসার্স ও ফোর্স বৃন্দ।
