নিজস্ব প্রতিবেদক ঃ নেত্রকোণা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহক হয়রানি এবং আনসার সদস্যদের মাধ্যমে ঘুষ দাবির অভিযোগর প্রেক্ষিতে বুধবার ২৮ ডিসেম্বর দুদক সজেকা ময়মনসিংহ এর সহকারী পরিচালক মোঃ বুলু মিয়া এর নেতৃত্বে গঠিত টিম কর্তৃক একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান পরিচালনা কালে প্রথমে ছদ্মবেশে আগত সেবা গ্রহীতাদের কাছ থেকে পাসপোর্ট বাবদ সরকারী ফি এর অতিরিক্ত ২০০০ ঘুষ আদায় করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা হয় এবং পরবর্তীতে সেবা গ্রহীতাদের কাছে এ বিষয়ে মৌখিকভাবে জানতেও চাওয়া হয়।
অভিযান পরিচালনা কালে উক্ত কার্যালয়ের সহকারী পরিচালকে অতিরিক্ত ঘুষ আদায় সংক্রান্ত অভিযোগ বিষয়ে অবহিত করা হয় এবং অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী সহ আনসার সদস্যদের উক্ত বিষয়ে সর্তক করা হয়। অভিযান প্রসঙ্গে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।
