পুলিশ মেধাবৃত্তি-২০২১” এর ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানী গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিনিধি ঃ বুধবার ২৮ ডিসেম্বর সকাল ১১ টার সময় সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি’র হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে “বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২১” এর ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানী গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ সহ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আরিফুল হক চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ কামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদীদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি ও মিডিয়া) সুদীপ দাস, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোঃ আবু সালেহ আহমদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) তোফায়েল আহদের এর সহধর্মিণী সহ মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন পদ-মর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ সহ মেয়র মোঃ আরিফুল হক চৌধুরী ও অন্যান্য অফিসারবৃন্দ।

“বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২১” এর ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানী প্রাপ্তরা যথাক্রমে, নাবিল আহমেদ, পিতা-তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি)। মোঃ হাসিবুল আহসান, পিতা-মোঃ নূর নবী সরকার, টিএসআই (ট্রাফিক বিভাগ)। মোঃ তানভীর আহমেদ, পিতা-মোঃ হেলাল উদ্দিন, এটিএসআই (ট্রাফিক বিভাগ)। জান্নাতুল ফেরদৌসী ঐশী, পিতা-মোঃ অলিউর রহমান, এটিএসআই (ট্রাফিক বিভাগ)। মারিয়া সুলতানা, পিতা-মোঃ জসিম উদ্দিন, কনস্টেবল (মোটরযান শাখা)। গোলাম রাব্বি শিহাব, পিতা-মোঃ জহিরুল ইসলাম, কনস্টেবল (ট্রাফিক বিভাগ)।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *