নিজস্ব প্রতিবেদক ঃ শনিবার ৩১ ডিসেম্বর, সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ, বিজিবিএম, এসপিপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি চুয়াডাংগা জেলার আলমডাংগা উপজেলার মোনাকসা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন (যশোর এরিয়া)-এর সাথে প্রশিক্ষণরত বিজিবি সদস্যদের শীতকালীন প্রশিক্ষণ সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালীন সময়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র মহাপরিচালক শীতকালীন প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল স্তরের বিজিবি সদস্যদের সাথে কুশলাদী বিনিময় করেন এবং প্রশিক্ষণ সম্পর্কিত বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, বিজিবি মহাপরিচালকের পরিদর্শন কালে ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা মোহাম্মদ আসাদুজ্জামান, এনডিসি, পিএসসি, ব্যুরো চীফ, বিএসবি, ঢাকা, কেএম আজাদ বিপিএম (সেবা), পিপিএম (সেবা), পিএসসি, রিজিয়ন কমান্ডার, রিজিয়ন সদর দপ্তর, যশোর, কর্নেল মোঃ নাজমুল হক, পিএসসি, ডেপুটি রিজিয়ন কমান্ডার, রিজিয়ন সদর দপ্তর, যশোর এবং কর্নেল এমারাত হোসেন, পিবিজিএম, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, কুষ্টিয়াসহ অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।
