নড়াইলে মাদ্রাসার নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পাওয়া গেলো ছাত্রের মৃতদেহ

Uncategorized আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাঁশগ্রাম সরকেলডাঙ্গা হাসানিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার নির্মাণাধীন সেপটিক ট্যাংক থেকে মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ্ (১০) এর মরাদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় চানঞ্চলের সৃষ্টি হয় এবং আজাহারীতে শিশুর পরিবারসহ মাদ্রাসার আশে পাশের লোকজন ভেঙ্গে পরে। (৩১ডিসেম্বর) শনিবার সকালে আবদুল্লাহ্ এর মরাদেহ উদ্ধার করা হয়। জানা যায়,আবদুল্লাহ্ পার্শ্ববর্তী চাচুড়ী এলাকার ইনছান গাজীর ছেলে এবং আব্দুল্লাহ্ (১০) মাদ্রাসার কেরাত বিভাগের ছাত্র। পুলিশ ও মাদ্রাসা সূত্রে জানা যায় প্রতিদিনের মত আবদুল্লাহ্ শুক্রবার এশার নামাজ জামাতে শেষ করে প্রতিবেশী এক বাড়িতে (লজিং খাওয়া) রাতের খাবার খাওয়ার জন্য মসজিদ হতে বের হয়,পরে আর ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হয়। যে বাড়িতে খেতে যায়,সে বাড়িতে খেতে না যাওয়ায় অনেক খোঁজাখুঁজির পর মাদ্রাসার এতিমখানার নির্মাণাধীন সেপটিক ট্যাংকের মধ্যে তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করা হলেও আবদুল্লাহ্কে মৃত অবস্থায় পাওয়া যায়। এসময় পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান বলেন,ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে,রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে এছাড়াও মাদ্রাসা ছাত্রের মৃত্যু রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে,এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *