নিজস্ব প্রতিবেদক ঃ বৃহস্পতিবার ১৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৩ এ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অস্থায়ী কার্যালয়ের সার্বিক কার্যক্রম অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ.এইচ.এম. সফিকুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন বিএফটিআই এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জাফর উদ্দিন (সাবেক সিনিয়র সচিব), পরিচালক মোঃ ওবায়দুল আজম (সাবেক অতিরিক্ত সচিব), জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর উপ-পরিচালক(প্রচার ও প্রশিক্ষণ) আতিয়া সুলতানা এবং অধিদপ্তর ও বিএফটিআই এর কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ, অনুষ্ঠানটি অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
সভা শেষে অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব ) এ.এইচ.এম. সফিকুজ্জামান এর নেতৃত্বে মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন ও তদারকি কার্যক্রম পরিচালনা করা হয় ।
এসময় পুরান ঢাকার হাজীর বিরিয়ানীকে ৪৩ ধারায় ১০০০০ (দশ হাজার) টাকা ও ফুড বাংলা রেস্টুরেন্ট কে ৪৩ ধরায় ৫০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়াও ১টি অভিযোগ আপোষ-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা হয়।
বাজার তদারকি কার্যক্রমে সহযোগিতা করেন উপ-পরিচালক(প্রচার ও প্রশিক্ষণ) আতিয়া সুলতানা, সহকারি পরিচালক(তদন্ত) আসিফ আল আজাদ, সহকারী প্রোগ্রামার রিয়াদ আহমেদ ও অধিদপ্তরের কর্মচারীবৃন্দ।
জনস্বার্থে এসকল কার্যক্রম অব্যাহত থাকবে।