নিজস্ব প্রতিনিধি ঃ গত বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারী, ডিবি যশোরের এসআই নিতাই চন্দ্র দাস, এএসআই ইমদাদুল হকদের সমন্বয়ে গঠিত একটা চৌকস কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে কোতয়ালী মডেল থানাধীন চাচঁড়া ইউপির গাজীর দরগাহ ফিলিং স্টেশনের বিপরীতে বিসমিল্লাহ হোটেলের সামনে বেনাপোল হতে যশোর গামী পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী রাহুল সাহা @ নব মুসলিম আব্দুল্লাহ শেখ (৩১), পিতামৃত- অরুণ সাহা, সাং- চালনা, থানা- দাকোপ, জেলা- খুলনা, আরিফ (৩৭), পিতা- ইদ্রিস আলী, সাং- গোবারিয়া, থানা ও জেলা- বাগেরহাট এবং নাছরিন সুলতানা কবিতা @ দৃষ্টি (২৫), পিতা- ইব্রাহিম শেখ, সাং- দেয়ানা দক্ষিনপাড়া, থানা- দৌলতপুর, কেএমপি, খুলনাদের ৭০ (সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ (দশ) বোতল ফেনসিডিল উদ্ধারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৫১,০০০ (একান্ন হাজার) টাকা।
এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী নিয়মিত মামলা রুজু হয়েছে।
একই দিনে ডিবি যশোরের এসআই শাহিনুর রহমান, এএসআই কামরুল ইসলাম, এএসআই নাজমুল ইসলামদের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে কোতয়ালী মডেল থানাধীন যশোর টু মাগুরা মহাসড়কে হামিদপুর গ্রামস্থ ঢাকা আহসানিয়া মিশন মিনি পার্কের সামনে রাস্তার পাশে হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম (৩০), পিতামৃত- গফুর শেখ, সাং- মনোহরপুর মধ্যপাড়া এবং সেলিম হোসেন (৩৫), পিতা- আব্দুর রশিদ মুন্সি, সাং- শেখহাটি বিশ্বাসপাড়া, উভয়থানা- কোতয়ালী, জেলা-যশোরদের ৫৫ (পঞ্চান্ন) পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১৬,৫০০ (ষোল হাজার)টাকা। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী নিয়মিত মামলা রুজু হয়েছে।