পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায়

Uncategorized আইন ও আদালত



নিজস্ব প্রতিবেদক ঃ গতকাল রবিবার ১৯ ফেব্রুয়ারি, পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক ঢাকা মহানগরের মিরপুর, উত্তরা, ধানমন্ডি, হাজারিবাগ, খিলগাঁও ও পরিবাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে যানবাহনের কালো ধোঁয়া দ্বারা বায়ুদূষনের দায়ে ৯ টি যানবাহন হতে মোট ৩০ হাজার টাকা, মানমাত্রাতিক্ত হর্ণ দ্বারা শব্দ দূষনের দায়ে ১টি যানবাহন হতে ২ হাজার টাকা এবং নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে ১৫টি প্রতিষ্ঠান হতে মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

ময়মনসিংহ জেলা কার্যালয় কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে ৬ টি প্রতিষ্ঠান হতে মোট ৪০ হাজার টাকা এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত না করায় ৪ টি প্রতিষ্ঠান হতে মোট ৭০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *