একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে নড়াইল বাসির শ্রদ্ধা নিবেদন

Uncategorized জাতীয়

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। (২১ ফেব্রুয়ারি) মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে মাননীয় সংসদ সদস্যের পক্ষে,জেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ,পুলিশ প্রশাসন,জেলা পরিষদ,নড়াইল উপজেলা পরিষদ,নড়াইল পৌরসভা,জেলা আওয়ামী-লীগ,
নড়াইল প্রেসক্লাব,নড়াইল জেলা প্রেসক্লাব,
আওয়ামী-লীগের অঙ্গসংগঠন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি,বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান,পুলিশ সুপার সাদিরা খাতুন,জেলা আওয়ামী-লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস,
সিভিল সার্জন ডা:সাজেদা বেগম,জেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যাম নিজাম উদ্দিন খান নিলু, পৌরসভার মেয়র আঞ্জুমান আরা,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম,জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া,সাধারন সম্পাদক স্বপ্নীল সিকদার নীলসহ প্রশাসনের কর্মকর্তা,জনপ্রতিনিধি,
সামাজিক সংগঠন ও বিভিন্ন সংগঠন উপস্থিত থেকে শহিদদের স্মরনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহিদদের স্মরনে ১ মিনিট নিরবতা পালন ও শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়ে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *