নিজস্ব প্রতিনিধি ঃ ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া সীমান্ত থেকে ১ কেজি ৮ গ্রাম ওজনের ৮ টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বুধবার ১ মার্চ, সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হকের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বিজিবি জানায়, দক্ষিণ সোনাবাড়িয়া সীমান্ত দিয়ে ভারতে সোনার একটি বড় চালান যাচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির মাদরা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান।
এ সময় চোরাকারবারিরা বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে টহল দলটি ওই স্থানে তল্লাশি করে একটি থলে থেকে আট টি সোনার বার জব্দ করে। উদ্ধার সোনার ওজন এক কেজি আট গ্রাম, যার মূল্য ৮০ লাখ ৬৪ হাজার টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক গনমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা হয়েছে। সোনার টুকরাগুলো সাতক্ষীরা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।