“নেতিবাচক শিরোনাম নয়, রংপুর মেট্রোপলিটন পুলিশ হবে ইতিবাচক শিরোনামের গর্বিত অংশীদার”– বিশেষ ব্রিফিং -এ রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার

Uncategorized অন্যান্য


রংপুর প্রতিনিধি ঃ গতকাল শনিবার ২৫ মার্চ, দুপুর ২ টার সময় রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনায় নিয়োজিত অফিসার ও ফোর্সের বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উক্ত “বিশেষ ব্রিফিং” -এ সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম।

“বিশেষ ব্রিফিং”- এ আরও উপস্হিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) উত্তম কুমার পাল, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) এবং অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (সঃদঃ ও প্রঃ) মোঃ আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার(ই এন্ড ডি) মোঃ আবু সাইম, উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক) মোঃ মেনহাজুল আলমসহ অন্যন্য ঊধ্বর্তন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জগণসহ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনায় নিয়োজিত অফিসার ও ফোর্সগণ।
উক্ত বিশেষ ব্রিফিং এর বক্তব্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম বলেন, “আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত পুলিশ সদস্যদের উত্তম সেবা নিশ্চিত করতে ডিসিপ্লিন ফার্স্ট এবং ট্রেনিং, ব্রিফিং ও ডিব্রিফিং এর বিকল্প নেই ।”

তিনি উপস্থিত অফিসার ও ফোর্সগণকে রাষ্ট্র ও সরকার বিরোধী কোন কর্মকান্ডে যুক্ত না থাকা, বিরূপ মন্তব্য না করা এবং নৈতিক স্খলন থেকে বিরত থেকে দেশ মাতৃকার সেবায় আত্মনিয়োগ করার জন্য নির্দেশনা প্রদান করেন।

পুলিশ কমিশনার ২৬ মার্চ,মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে অনুষ্ঠিত বিশেষ ব্রিফিং-এ নিরাপত্তা পরিকল্পনায় নিয়োজিত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বলেন-“নেতিবাচক শিরোনাম নয়, বরং রংপুর মেট্রোপলিটন পুলিশ ইতিবাচক শিরোনামের গর্বিত অংশীদার হতে চায়, সেই লক্ষ্যে সবাইকে সর্বোচ্চ সতর্ক থেকে পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকতে হবে।”


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *