নীলফামারী প্রতিনিধি ঃ শনিবার ২৫ মার্চ, সকাল ১০ টায় জেলা প্রশাসন নীলফামারীর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী নীলফামারীতে “২৫ মার্চ ২০২৩ গণহত্যা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা এবং গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ সাইফুর রহমান, উপসচিব, উপ-পরিচালক, স্থানীয় সরকার শাখা, নীলফামারী।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক, নীলফামারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম,পুলিশ সুপার, নীলফামারী, দেওয়ান কামাল আহমেদ সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, জেলা শাখা এবং মেয়র নীলফামারী পৌরসভা, শাহিদ মাহমুদ, চেয়ারম্যান, নীলফামারী সদর উপজেলা পরিষদ; বীর মুক্তিযোদ্ধা এ কে এম আমিনুল হক, সাবেক উপসচিব নীলফামারী, মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী, মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী; বীর মুক্তিযোদ্ধা কান্তি ভূষণ কুন্ডু, সাবেক ডেপুটি কমান্ডার, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড নীলফামারী, ডা: মজিবুল হাসান চৌধুরী শাহীন, সাধারণ সম্পাদক, স্বাধীনতা চিকিৎসা পরিষদ নীলফামারীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ও মিডিয়া কর্মীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
