নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান উপলক্ষে খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে বৃহস্পতিবার ৬ এপ্রিল বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রংপুরের বিভিন্ন এলাকায় ৪ টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এর মধ্যে রংপুরে ১টি, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ১টি ও দিনাজপুর সদরে ২টি সহ মোট ৪টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
রংপুর মহানগরীতে মোবাইল কোর্ট পরিচালনা কালে মেসার্স মণি কনক্রিট এন্ড আয়রন, স্টেশন রোড, সেনপাড়া, রংপুর ওজন যন্ত্র ভেরিফিকেশন সনদ না থাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ৩২(১)ও ৪৮ ধারা অনুযায়ী ৩০০০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাত, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রংপুর জেলা প্রশাসন। প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই এর রংপুর বিভাগীয় অফিসের পরিদর্শক (মেট্রোলজি) মোঃ হাফিজুর রহমান ও ফিল্ড অফিসার (সিএম), খন্দকার মোঃ জামিনুর রহমান।
কুড়িগ্রাম জেলার রৌমারীতে মোবাইল কোর্ট পরিচালনা কালে বিএসটিআই হতে মান সনদ গ্রহণ না করে সরিষার তেল উৎপাদন ও বিক্রয় বিতরণ করার অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মেসার্স ভাই ভাই তেলের মিল, কবরস্থান রোড, রৌমারীকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুযায়ী ওজন যন্ত্রের বৈধ ভেরিফিকেশন সনদ না থাকায় মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ (রড সিমেন্টের দোকান), দাতভাংগা রোড, রৌমারীকে ৩,০০০ টাকা, মেসার্স আবু বকর সিদ্দিক এন্টারপ্রাইজ (রড সিমেন্টের দোকান), দাতভাংগা রোড, রৌমারীকে ৩,০০০ টাকা এবং ওজন-পরিমাপে প্রতি ১০ লিটারে পেট্রোল ডিস্পেন্সিং ইউনিটে ২৯০ মিঃলিঃ কম ও অকটেন ডিস্পেন্সিং ইউনিটে ২৫০ মিঃলিঃ কম দেয়ার অপরাধে মেসার্স ব্রহ্মপুত্র ফিলিং স্টেশন, রৌমারী, কুড়িগ্রামকে ২০,০০০ টাকা জরিমানা সহ মোট ৪ টি মামলা দায়ের করে ৩৬,০০০ টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি রৌমারী বাজারের মাছ, মাংস ও গালামালের ৮ টি দোকানের ওজন যন্ত্র যাচাই করে সঠিক পাওয়া যায়। উক্ত ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বি এম সারোয়ার রাব্বি, ইউএনও (অঃদাঃ) ও সহকারী কমিশনার (ভ‚মি), রৌমারী, কুড়িগ্রাম এবং প্রসিকিউট ছিলেন বিএসটিআই এর রংপুর বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন ও ও পরিদর্শক (মেট্রোলজি), প্রান্তজিত সরকার।
দিনাজপুর সদরের মোবাইল কোর্ট পরিচালনা কালে মেসার্স সাগর বেকারি, সালন্দর, সদর, ঠাকুরগাঁও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, ব্রেড, কেক উৎপাদন ও সংরক্ষন করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় ৫০০০ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন তাসনীম জাহান, এক্সিকিউটিভ মাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ঠাকুরগাঁও এবং প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই এর রংপুর বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) ইশতিয়াক আহম্মেদ।
দিনাজপুর সদরের অপর এক মোবাইল কোর্ট পরিচালনা কালে মেসার্স রাজ্জাক ফুড ইন্ডাস্ট্রিজ, বিসিক শিল্প নগরী, সদর, ঠাকুরগাঁও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪/৪২ ধারায় ২০০০০ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামছুজ্জামান আসিফ, জেলা প্রশাসকের কার্যালয়, ঠাকুরগাও।এবং প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই এর রংপুর বিভাগীয় অফিসের পরিদর্শক (মেট্রোলজি) আহসান হাবিব।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের প্রধান ও উপ-পরিচালক মেট্রোলজি মফিজ উদ্দিন আহমেদ আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও জনস্বার্থে বিএসটিআই এর রংপুর বিভাগীয় অফিসের ধরনের অভিযান অব্যাহত থাকবে কারণ এটা একটা চলমান প্রক্রিয়া ।