পাবনা প্রতিনিধি ঃ মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় গত ৭ এপ্রিল সাড় ১০ টায়৩০ ঘটিকায় কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন মোঃ তৌহিদুল মবিন খান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘‘পাবনা জেলার পাবনা সদর থানাধীন বাহাদুরপুর গ্রামস্থ ধৃত আসামীর নিজ বাড়ী থেকে’ অভিযান পরিচালনা করে সুত্রঃ জিআর নং-১৯৮/০৮ (পাবনা), এসসি-২১১/০৯; ধারাঃ ৩০২/৩৪ দঃ বিঃ মূলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, পাবনার রায়ে “মৃত্যুদন্ড এবং ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা” সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামীকে গ্রেফতার করে।
উক্ত আসামী কে গ্রেফতার কৃত আসামী ব্যক্তিগত শক্রতার জের ধরে পাবনা শহরের রুপকথা রোডে সাদ্দাম হোটেলের পাশে ২২ বছর বয়সী হিরা নামক এক যুবককে চাকু মেরে হত্যা করে। পরবর্তীতে নিহতের বাবা বাদী হয়ে বিজ্ঞ আদালতে একটি হত্যা মামলা দায়ের করে।
গত ২০২১ সালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, পাবনা উক্ত আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় উক্ত আসামীকে “মৃত্যুদন্ড এবং ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা” শাস্তি প্রদান করে। ২০২১ সাল হইতে অদ্যবধি উক্ত আসামী পলাতক ছিল।