নিজস্ব প্রতিবেদক ঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে ২.৩৩ কেজি ওজনের ২০টি স্বর্ণের বারসহ ১ জন পাচারকারী আটক হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, গতকাল ৯ এপ্রিল, সন্ধ্যায় বিজিবি’র মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মাসুদ পারভেজ রানা, এএফডব্লিউসি, পিএসসি, জি+ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে,
ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে একজন ভ্যান চালক তার ভ্যানযোগে জীবননগর এলাকা হতে সীমান্তের দিকে গমন করবে। উক্ত তথ্যের ভিত্তিতে অধিনায়কের নেতৃত্বে নতুনপাড়া বিওপি’র একটি বিশেষ টহলদল জীবননগর এলাকায় এ্যাম্বুশ স্থাপন করে অবস্থান গ্রহণ করে।
আনুমানিক রাত ৯ টায় উক্ত ভ্যান চালক জীবননগর অতিক্রম করে সীমান্তের দিকে যেতে থাকলে বিজিবি টহলদল জীবননগর ক্যাম্পের পাশ থেকে ভ্যানসহ চালক মোঃ শাহাবুল মিয়া (৩৫), পিতা-মৃত মোকছেদ মন্ডল, গ্রাম-সদরপাড়া, ডাকঘর-জীবননগর, থানা-জীবননগর, জেলা-চুযাডাংগা’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে বিজিবি টহলদল ভ্যানটি তল্লাশি করে সীটের পিছনে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২০টি বার জব্দ করে।
জব্দকৃত স্বর্ণের ওজন ২.৩৩ কেজি এবং আনুমানিক সিজারমূল্য- ১,৯৯,৭৭,২৯২ (এক কোটি নিরানব্বই লক্ষ সাতাত্তর হাজার দুইশত বিরানব্বই) টাকা।
স্বর্ণের বারগুলো ভারতে পাচারের জন্য পরিবহন করা ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে তার বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো চুয়াডাংগা ট্রেজারী অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।