নিজস্ব প্রতিবেদক ঃ রবিবার ১৬ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি’র আয়োজনে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পথ শিশু, মাতা-পিতার স্নেহ বঞ্চিত, নির্যাতনের শিকার অবহেলিত শিশুদের সাথে দোয়া ও ইফতার মাহফিলে জিএমপি’র পুলিশ কমিশনার, মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার) পিপিএম (বার) অংশগ্রহণ করেন।
একটি শিশুও রাস্তায় ঘুমাবে না; একটি শিশুও এভাবে মানবেতর জীবন-যাপন করবে না” প্রধানমন্ত্রীর এ অভিপ্রায় ও মহতী নির্দেশনা বাস্তবায়ন এবং সুবিধাবঞ্চিত ও বিপন্ন শিশুদের সুরক্ষায় শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রে ৬ থেকে অনুর্ধ্ব ১৮ বছরের পথ শিশু, শ্রমে নিয়োজিত শিশু, মাতা-পিতার স্নেহ বঞ্চিত, গৃহকর্মে নিয়োজিত, পাচার থেকে উদ্ধার, হারিয়ে যাওয়া, বাল্য বিবাহের শিকার, নির্যাতনের শিকার শিশুদের দিবাকালীন/রাত্রিকালীন/সার্বক্ষনিক আশ্রয় ও অন্যান্য সেবা প্রদান করা হয়।
কমিশনার সমাজের সুবিধা বঞ্চিত, নিপীড়িত, অসহায়, নির্যাতনের শিকার শিশুদের পুনর্বাসন করে ভালোভাবে মানুষ করার জন্য সমাজসেবা অধিদপ্তরকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।
এরাই আমাদের সমাজকে একসময় সাপোর্ট এবং নেতৃত্ব দিবে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন। সমাজের অসহায়, অবহেলিত শিশুদের প্রতি সকলকে সাহানুভূতিশীল থাকার আহবান জানান। তিনি সকল শিশুদের উজ্জল ভবিষ্যৎ কামনা করেন।