নিজস্ব প্রতিবেদক ঃ দেশে চলমান গ্রীষ্মমৌসুমে তীব্র দাবদাহ এবং পবিত্র রমজান মাস এর জন্য বিদ্যুৎ এর চাহিদা অত্যধিক পরিমাণ বেড়ে যাওয়া, রামপাল ৫০০ মে:ও: থার্মাল বিদ্যুৎ কেন্দ্র, আশুগঞ্জ ৯০০ মে:ও: বিদ্যুৎ কেন্দ্র ও চট্টগ্রাম (রাউজান) ২১০ মে:ও: বিদ্যুৎ কেন্দ্রে ত্রুটির কারণে বন্ধ থাকা এবং হাটহাজারি ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের পি, টি, বিস্ফোরনের কারেণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় বিদ্যুতের লোডশেডিং হচ্ছে।
আশা করা যাচ্ছে সহসাই এই পরিস্থিতির উন্নতি ঘটবে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে।
সম্মানিত বিদ্যুৎ গ্রাহকগণের এ সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আন্তরিকভাবে দুঃখিত।
