নিজস্ব প্রতিনিধি ঃ রবিবার ১৬ এপ্রিল, চট্টগ্রাম নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম ও রিটার্নিং কর্মকর্তা আয়োজিত জাতীয় সংসদের ২৮৫ চট্টগ্রাম আসনের নির্বাচন এর আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয় ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবীব খান (অব) এবং সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার চট্টগ্রাম ড. মোঃ আমিনুর রহমান (এনডিসি) মহোদয়।
সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি’র পক্ষে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।
সভাটিতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম (বার) ।