নিজস্ব প্রতিবেদক : মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার সকালে ২৩/২ সাংবাদিক নির্মল সেন মিলনায়তনে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদারের সভাপতিত্বে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয় বাংলা মঞ্চের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, উপস্থিত ছিলেন- বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, আওয়ামী পার্টির (বিএপি) চেয়ারম্যান আমান উল্লাহ সিকদার, জনতা ফ্রন্টের সভাপতি আবু আহাত আল মামুন দীপুমীর,
কংগ্রেস বাংলাদেশের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি শ্রমিক আন্দোলনের সভাপতি মো. আলমগীর হোসেন মন্ডল, মো. রাজীব হোসেন, সুভাস চন্দ্র দাস, মাজহারুল ইসলাম, মো. শামীম ও অন্যান নেতৃবৃন্দ।