নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে বঙ্গবন্ধুর আদর্শ সর্বস্তরে বাস্তবায়ন করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে- ভাষা আমাদের বাংলা, জাতিতে আমরা বাঙালি, ধর্মে আমরা নিরপেক্ষ। বঙ্গবন্ধুর আদর্শ বাঙালি জাতির সবচেয়ে বড় সম্পদ। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আর্দশে উজ্জীবিত করে গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন ছিল-এ দেশের কৃষক, শ্রমিক, কামার, কুমার, জেলে, তাঁতী তথা শ্রমজীবী মেহনতি মানুষের উন্নতি। তাদের ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও কর্মসংস্থানের গ্যারান্টিসহ বেঁচে থাকার মৌলিক অধিকার নিশ্চিত করা। শান্তি, স্বস্তি, শৃঙ্খলা ও জান-মালের নিরাপত্তার ব্যবস্থা তথা আইনের শাসন প্রতিষ্ঠা করা। সকল নাগরিকের জন্যে সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা। বাঙালির নিজস্ব ভাষা ও সংস্কৃতির আলোকে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা।
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন নোয়াখালী জেলা শাখার উদ্যোগে চৌমহনী পাবলিক মিলনায়তনে ১৬ নভেম্বর সকালে আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা, নতুন কমিটির শপথ বাক্যপাঠ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভাষাসৈনিক হাজী আলী আকবর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুব স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লায়ন এইচ এম মারুফ শিকদার, সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া, যুগ্ম মহাসচিব বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন ভূইয়া, বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ ও স্থানীয় পৌর কাউন্সিলর প্রতিভা রাণী দাস। অনুষ্ঠানে স্থানীয় দুঃস্থ অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। আলোচনা শেষে দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন মো. গনি মিয়া বাবুল। মিলনায়তনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। সংগঠনের নোয়াখালী জেলা শাখার সভাপতি জহির উদ্দিন বাবর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষ পর্বে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।