রিয়াজ রহমান : জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ- নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৭ এপ্রিল বৃহস্পতিবার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে পৃথক পৃথক ভাবে নির্বাচনের রিটার্নিং অফিসার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার ও সহকারী রিটার্নিং অফিসার জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার মুজিবুর রহমানের নিকট মনোয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগ নেতা হারুন রাশীদ, জমিয়তে উলামায়ে ইসলামের মনোনীত খেজুর গাছ প্রতীকের প্রার্থী ইউরোপ জমিয়ত নেতা মাওলানা আব্দুল কাইয়ুম কামালী সিতু, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আতাউর রহমান ।
এছাড়াও গত বুধবার ২৬ এপ্রিল বেলা ২টায় জনগণ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সৈয়দ তালহা আলম সহকারী রিটার্নিং অফিসার জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার মুজিবুর রহমানের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২লাখ ১শ ৪৮, পুরুষ ভোটার ১ লাখ ২ শ ৩১ জন, মহিলা ভোটার ৯৯ হাজার ৯ শ ১৭ জন।
নির্বাচনের তফসিল অনুযায়ী ৩০ এপ্রিল যাছাই বাছাই, ৮ মে প্রার্থীতা প্রত্যাহার, ৯ মে প্রতিক বরাদ্দ এবং ২৫ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত বছরের ২৬ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেনের মৃত্যুর পর চেয়ারম্যানের পদটি শুন্য হয়ে পড়ে।