স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠি

Uncategorized বিজ্ঞান ও প্রযুক্তি রাজধানী

নিজস্ব প্রতিবেদক ঃ গতকাল সোমবার ৮ মে, বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) সেমিনার হলে স্বাধীনতা একাডেমি ফাউন্ডেশনের সভাপতি আইইবি’র সাবেক সভাপতি কবির আহমেদ ভূঞার সভাপতিত্বে মুজিব নগর দিবস উদ্যাপন উপলক্ষে ‘স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে কয়েকজন গুণীজনকে বিশেষ সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।পদকপ্রাপ্ত হলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ডিবি প্রধান হারুন অর রশিদ, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, প্রকৌশলী কবীর আহমেদ ভুঁইয়া, প্রকৌশলী মো. নুরুজ্জামান, প্রকৌশলী দেলোওয়ার হোসেন মজুমদার, প্রকৌশলী আবদুস সবুর।

অনুষ্ঠানে আলোচকরা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর রাজনৈতিক সংগ্রামী জীবনের নানান ঐতিহাসিক ঘটনা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বঙ্গবন্ধু নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্যে ছিলেন। তিনি অনেক আগেই স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে গেছেন।
আজ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি রূপরেখা দিয়েছেন। সেই লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *