নিজস্ব প্রতিবেদক : হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা মামলার রায়ে খালাস পাওয়া মিজানুর রহমান ওরফে বড় মিজানের বিষয়ে আপিল করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, আদালত রায়ে যে সাতজনকে মৃত্যুদ- দিয়েছেন, তাতে পুলিশ সন্তুষ্ট। তবে যে একজন খালাস পেয়েছে তার বিষয়ে আমরা আপিল করবো। আদালতের রায় পর্যবেক্ষণ করে তার বিরুদ্ধে আপিল করা হবে।
বুধবার দুপুরে পুলিশ সদর দফতরে কাবাডি ফেডারেশনের একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, এই মামলায় তদন্ত কর্মকর্তারা নিরলসভাবে যে তদন্ত কার্যক্রম চালিয়েছেন, রায়ে আমরা সে ফল পাওয়া গেছে।
এর আগে, দুপুর ১২টা ৫ মিনিটে রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাত আসামিকে মৃত্যুদ- দিয়েছেন আদালত। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এই রায় ঘোষণা করেন। ফাঁসিতে ঝুলিয়ে এই মৃত্যুদ- কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। আসামিদের মৃত্যুদন্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে অর্থদ-ও ঘোষণা করা হয়।
তবে, দালিলিক প্রমাণ না থাকায় মামলার আরেক আসামি নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান মিজানুর রহমান ওরফে বড় মিজানকে খালাস দিয়েছেন আদালত। ২০১৬ সালের ১ জুলাই নৃশংসতম ওই জঙ্গি হামলার ঘটনা ঘটে।