নিজস্ব প্রতিনিধি : শুধুমাত্র প্রশংসাসূচক সংবাদ প্রকাশ নয় বরং গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের জনসম্পৃক্ততা ও জনসমর্থন বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রমকে সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেয়া সম্ভব। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাঠকপ্রিয় দৈনিক যায়যায়দিন ১৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত উৎযাপন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান এ সব কথা বলেন।
যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম, চট্টগ্রামের আয়োজনে যায়যায়দিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক কাজী রুকনউদ্দীন আহমেদের সভাপতিত্বে ও চট্টগ্রাম ব্যুরোপ্রধান ও প্রবীন সাংবাদিক নেতা হেলাল উদ্দিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত বর্ষপূর্তি অনুষ্ঠানে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান আরো বলেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলবার সৎসাহস যায়যায়দিন-এর আছে।
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ঐতিহ্যকে বুকে ধারণ করে যায়যায়দিন আরো এগিয়ে যাক।
গত মঙ্গলবার ৬ জুন, চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে চট্টগ্রামের প্রখ্যাত রাজনীতিবিদ ও সাংবাদিক নেতৃবৃন্দের শুভেচ্ছা বক্তব্য প্রদান, ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন এবং বর্ষপূর্তির কেক কাটার মাধ্যমে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
১৮তম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠাকালীন মেয়র ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রামের সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি আবদুস সালাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব আবুল হাশেম বক্কর,
চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রামের কমান্ডার মোজাফফর আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রের জিএম নূর আনোয়ার হোসেন রঞ্জু,
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট জাফর হায়দার, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহরম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য অর্ণব বড়ুয়া, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম, চট্টগ্রামের আহ্বায়ক শিল্পী শওকত জাহান সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।