হঠাৎ বাতিল পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর

আন্তর্জাতিক এইমাত্র জাতীয়

আজকের দেশ ডেস্ক : ভারত সফর বাতিল করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। আজ সন্ধ্যায় তার নয়া দিল্লির উদ্দেশে রওয়ানা দেওয়ার কথা ছিল।


বিজ্ঞাপন

ভারতীয় পত্রিকায় আনন্দবাজারের খবর বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিলের জেরে এই সফর বাতিল করেছেন আব্দুল মোমেন।

উল্লেখ্য ভারতের লোকসভার পর রাজ্যসভাতেও পাস হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)। তা নিয়ে বিক্ষোভের মাত্রা বাড়ছে আসাম, ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। আনন্দবাজারের খবর, বিলের জেরেই আচমকা ভারত সফর বাতিল করলেন আব্দুল মোমেন।

তবে পররাষ্ট্রমন্ত্রীর সফর বাতিল নিয়ে বাংলাদেশ এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

ষষ্ঠ ইন্ডিয়ান ওশান ডায়ালগে অংশ নিতে আজ তিন দিনের সফরে দিল্লি যাওয়ার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী। শনিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দিল্লির হায়দ্রাবাদ হাউসে এক বৈঠকে মিলিত হওয়ার কথা ছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *