নড়াইলে আ.লীগ নেতা আব্দুল্লাহ’র গাড়িবহরে হামলা নিন্দার ঝড়,গুজব ছড়িয়ে বিভ্রান্তি’র চেষ্টা’র অভিযোগ

Uncategorized অপরাধ আইন ও আদালত রাজনীতি

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
আ.লীগ নেতা আব্দুল্লাহ’র গাড়িবহরে হামলা’র ঘটনায় নড়াইলে নিন্দার ঝড়,গুজব ছড়িয়ে এক পক্ষকে বিভ্রান্তি করার চেষ্টা,শোসাল মিডিয়ায় তুলকালাম।
এমন ঘটনার নিন্দা ও ক্ষোব প্রকাশ করেন,নড়াইল ০২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্তজা।
সচেতন মহলের দাবি দ্রুত এ নেক্কার জনক ঘটনার সাথে জড়িত অপরাধীদের সর্বচ্চ শাস্তির যোর দাবি জানান,তবে কোন সন্মানি ব্যক্তীকে নিয়ে গুজব ছড়াবেন না বলেও দাবি সচেতন মহলের।এদিকে,নড়াইল-২ আসনে আওয়ামী-লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী-লীগ নেতা এ এম আব্দুল্লাহ’র গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আব্দুল্লাহসহ ১০ জন আহত হয়েছেন। গত ( ১৩ সেপ্টেম্বর) বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী’রা জানান,জেলা আওয়ামী-লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী লেফটেন্যান্ট কমান্ডার (অব.) এ এম আব্দুল্লাহ একটি মাইক্রোবাস, তিন শতাধিক মোটরসাইকেলসহ নেতাকর্মীদের নিয়ে লোহাগড়া থেকে নড়াইলে আসেন। সদর উপজেলার শাহাবাদ ইউনিয়ন পরিষদ এলাকায় গাড়িবহরটি পৌঁছালে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা করে। এ সময় হামলাকারী’রা মাইক্রোবাসসহ মোটরসাইকেল ভাঙচুর করে এবং হামলায় অন্তত ১০ জন আহত হন। হামলার বিষয়ে এ এম আব্দুল্লাহ বলেন,আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসী’রা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমাদের ওপর হামলা করে। হামলায় আমিসহ আমার ১০-১২ জন নেতা কর্মি আহত হয়। আমাকে বহনকারী মাইক্রোবাস ও ৮-১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। তিনি কাউকে চিনতে পেরেছেন কি না বা এঘটনায় মামলা করবেন কি না,সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি পরে জানাবেন বলে জানান। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীল ক্ষোব প্রকাশ করে সাংবাদিকদেে বলেন,শাহাবাদ ইউনিয়ন বিএনপি-জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত। তারাই আওয়ামী-লীগ নেতার ওপর হামলা চালিয়ে থাকতে পারে,পুলিশ প্রশাসনের প্রতি আমাদের আস্থা রয়েছে,আশা করছি দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনবে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘হামলার অভিযোগ আমরা মৌখিক ভাবে পেয়েছি। লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *