চাপাইনবয়াবগঞ্জ শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযান : ১টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন ও ১টি হাসুয়াসহ ১ জন আটক

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় বিশেষ প্রতিবেদন রাজশাহী সারাদেশ

নিজস্ব প্রতিনিধি  :  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র  অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি, ০২টি ম্যাগাজিন ও ১টি হাসুয়াসহ একজনকে আটক করেছে,  এ খবর নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র  রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে: কর্ণেল গোলাম কিবরিয়া।


বিজ্ঞাপন

বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক নিজস্ব গোয়েন্দা সূত্রে জানতে পারেন যে,গতকাল বুধবার  ১১ অক্টোবর,  রাত ৮ টা -১০ টার মধ্যে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অস্ত্রের একটি চালান অবৈধভাবে বাংলাদেশে পাচার হতে পারে।


বিজ্ঞাপন

এই তথ্যের প্রেক্ষিতে বিজিবি’র রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে বিজিবি’র একটি বিশেষ টহলদল আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ শাহবাজপুর হুদমাপাড়া আসারীর আমবাগানে ওঁৎ পেতে থাকে।

আনুমানিক রাত ১০ টার দিকে ৪-৫ জন লোককে শূন্যলাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল ধাওয়া করে শিবগঞ্জ উপজেলার আজমতপুর বাগিচাপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে মোঃ রুহুল আমিন(৩০)-কে আটক করতে সক্ষম হয়।

অপর ব্যক্তিরা রাতের অন্ধকারের সুযোগে আমবাগানের ভিতর দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ০৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন এবং পলাতক ব্যক্তিদের ফেলে যাওয়া ০১টি হাসুয়া জব্দ করতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তিকে থানায় সোপর্দ এবং পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র  রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে: কর্ণেল গোলাম কিবরিয়া আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দেশের সিমান্ত এলাকার সার্বভৌমত্ব নিশ্চিত করার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র রহনপুর ব্যাটালিয়নের  এধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *