নড়াইলে শিশু, মহিলাসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী উৎসব

Uncategorized আইন ও আদালত খুলনা জাতীয় বিনোদন বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো: রফিকুল ইসলাম (নড়াইল)  : নড়াইলে শিশু,মহিলা সহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতে উৎযাপিত হচ্ছে শারদীয় দুর্গা পূজার মহাসপ্তমী উৎসব, অনুষ্ঠানের যথাযথ ব্যাবস্থা বা নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে কি না এজন্য শারদীয় দুর্গোৎসব উদযাপন পরিদর্শন করেন নড়াইল জেলার পুলিশ সুপার  মোসাঃ সাদিরা খাতুন।


বিজ্ঞাপন

তিনি গতকাল শনিবার  মহাসপ্তমীতে লোহাগড়া থানার পৌরসভা, দিঘলিয়া, মল্লিকপুর এবং জয়পুর ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ গিয়ে পূজা উদযাপন কমিটির সভাপতি-সেক্রেটারি, মহিলা, শিশুসহ সর্বস্তরের মানুষের সাথে কথা বলেন।


বিজ্ঞাপন

সবাই নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

প্রতিমা বিসর্জন পর্যন্ত পুলিশ ও আনসার সদস্যরা তাদের সার্বিক নিরাপত্তা ডিউটিতে থাকবে বলে পুলিশ সুপার তাদের আশ্বস্থ করেন।

এসময় পুলিশ সুপার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ দোলন মিয়া (সদর সার্কেল)  মীর শরিফুল হক, ডিআইও ১,  মোঃ ছাব্বিরুল আলম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা ডিবি,  নাসির উদ্দিন, অফিসার ইনচার্জ, লোহাগড়া থানাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *