গোপালগঞ্জের কাশিয়ানীতে র‍্যাবের অভিযান  :  ২১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক 

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী  অভিযান পরিচালনা কালে  প্রায় ২১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে । আজ  মঙ্গলবার ১৯ আগস্ট,  দুপুরে এ অভিযান চালানো হয়।


বিজ্ঞাপন

র‌্যাব-১০, ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা যায়, স্কোয়াড্রন লিডার মো. তরিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ফরিদপুর এলাকা থেকে অনুসরণ করা হয়। পরে বাসটি কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে পৌঁছালে র‌্যাব সদস্যরা থামিয়ে তল্লাশি চালায়।

এ সময় যাত্রী মনির (৫৫) ও ওয়াসিম সিদ্দিকী (৪৮)-এর কাছ থেকে ২০ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক মনির ও ওয়াসিম সিদ্দিকী  দু’জনেরই বাড়ি ঢাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব। তারা কৌশলে দীর্ঘদিন ধরে যাত্রীবাহী বাসে সাধারণ যাত্রী সেজে মাদক পরিবহন করে আসছিলেন।


বিজ্ঞাপন

র‌্যাব কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি রয়েছে। সমাজ থেকে মাদকের ভয়াল ছোবল দূর করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটক দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া মোড় দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের একটি রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

যাত্রীবাহী বাস, ট্রাক ও প্রাইভেটকারের মাধ্যমে প্রায়ই মাদক পরিবহন করা হয়। নিয়মিত তল্লাশি ও নজরদারি না থাকায় এ মহাসড়ককে কাজে লাগাচ্ছে মাদকচক্র।

আটক আসামিদের ভাটিয়াপাড়া র‌্যাব-৬ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *