আগ্রাবাদে সন্ধ্যা ৬টার আগে হকার বসতে পারবে না  :  চসিক  মেয়র

Uncategorized অর্থনীতি চট্টগ্রাম জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (চট্টগ্রাম)  : অফিস সময় দখলমুক্ত থাকবে রাস্তা ও ফুটপাত, নির্ধারিত সময়ে ভ্যানগাড়ি-ছাতা দিয়ে ব্যবসার অনুমতি দিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন এর মেয়ের ডা. শাহাদাত হোসেন।


বিজ্ঞাপন

গতকাল ১৮ আগস্ট , চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, চট্টগ্রামের প্রধান বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে সন্ধ্যা ৬টার আগে হকার বসতে দেওয়া হবে না। অফিস চলাকালীন সময়ে ফুটপাত ও সড়ক দখল করে বসা অবৈধ দোকানপাটের বিরুদ্ধে তিনি কঠোর সতর্কতা জারি করেন।

গতকাল  সোমবার ১৮ আগস্ট,  দুপুরে আগ্রাবাদ হোটেল থেকে বাদামতলী মোড় পর্যন্ত এলাকায় পরিদর্শনে গিয়ে মেয়র বলেন, “আগ্রাবাদ একটি আন্তর্জাতিক মানের বাণিজ্যিক এলাকা। প্রতিদিন এখানে দেশি-বিদেশি ব্যবসায়ী ও পর্যটক যাতায়াত করেন। অফিস সময়ে রাস্তা ও ফুটপাত দখল করে হকার বসতে দিলে নগরীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে।”


বিজ্ঞাপন

মেয়র  আরও জানান, “সন্ধ্যা ৬টার পর থেকে রাত ১২টা পর্যন্ত অস্থায়ী ভ্যানগাড়ি ও ছাতা ব্যবহার করে হকাররা দোকান বসাতে পারবেন। তবে দিনের বেলা ব্যবসার নামে কোনোভাবেই রাস্তা দখল করা যাবে না। এছাড়া যেসব হকার ব্যবসা করবেন তাদের ব্যবসা ভ্রাম্যমান হতে হবে, স্থায়ীভাবে নালা, সড়ক, ফুটপাত দখল করে হকার ব্যবসার নামে দখলদারি চলবে না। ”


বিজ্ঞাপন

সিটি করপোরেশনের কর্মকর্তারা এ সময় উপস্থিত থেকে এলাকাবাসী ও দোকানদারদের নতুন নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *