অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলায় সন্ত্রাসীদের বোমা (ককটেল) হামলায় জিয়া ফকির (৪০) নামে এক ব্যক্তি খুন হয়েছে।
গতকাল শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার শুভরাঢ়া ইউনিয়নের রানাগাতী গ্রামে এই ঘটনা ঘটে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ, জিয়া ফকিরের মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে জিয়া ফকির রানাগাতী গ্রামের উত্তরপাড়া মসজিদ মাদ্রাসা বটতলা নামে একটি স্থানের চায়ের দোকানে বসেছিলেন। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে বোমা হামলা চালায়। একটি বোমা তার শরীরে ব্লাস্ট হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, রানাগাতী গ্রামের ওহাব ফকিরের ছেলে জিয়া ফকিরের নামে একটি বাহিনী আছে। সেটি জিয়া বাহিনী নামে পরিচিত। তার নামে হত্যাসহ বেশ কয়েকটি মামলাও রয়েছে। জিয়া ফকির দীর্ঘদিন ঢাকায় পালিয়ে ছিলেন। ৩ মাস আগে তিনি নিজের এলাকায় ফিরে আসেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা তাকে লক্ষ্য করে একটি ককটেল মারে। ককটেলটি তার পেটে ব্লাস্ট হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। কারা এবং কেনো এই বোমা হামলার ঘটনা ঘটিয়েছে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।