প্রনব মন্ডল,যশোরঃ
নড়াইল সদর উপজেলার রামনগর চর সার্বজনীন পূজা মন্দিরে পালিত হলো মহানাম যজ্ঞ সংকীর্তন। নড়াইল সদর উপজেলার রামনগর চর সার্বজনীন পূজা মন্দিরে ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ১৬ প্রহরব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম। এই মনুষ্যধামে জীবজগতের কল্যাণ ও শ্রী শ্রী গৌর সুন্দরের কৃপা লাভের প্রত্যাশায়,
গ্রামের ভক্তবৃন্দ’রা এ অনুষ্ঠানের আয়োজন করে। দুর দুরান্ত থেকে আগত শিল্পী’রা এখানে নামকীর্তন পরিবেশেন করেন। বাবা বিশ্বনাথ সম্প্রদায় (বিশ্বনাথ ) সাতক্ষীরা,গোপাল জিউ সম্প্রদায় (আশুতোষ ) সিলেট, ষ্টসখী সম্প্রদায় (বিনা মিনা ) পাইকগাছা,নিতাই গৌর সম্প্রদায় (ভোলানাথ) মানিকগঞ্জ,রূপশ্রী সম্প্রদায় (রূপশ্রী ) মাগুরা,তরঙ্গ সম্প্রদায় (কনক) নড়াইল। অনুষ্ঠানসূচি : ১৫ ই কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ, ০২ নভেম্বর ২০২৩ খ্রি.) বৃহস্পতিবার। মহানাম সংকীর্তন – ১৬ & ১৭ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ (০৩ & ০৪ নভেম্বর ২০২৩ খ্রি.) শুক্র এবং শনিবার। এবং নগরকীর্তন ১৮ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ ( ০৫ নভেম্বর ২০২৩ খ্রি. ) রবিবার। এখানে আগত ভক্তবৃন্দ ‘র জন্য দিবা রাত্র প্রসাদের ব্যবস্থা ছিলো। এছাড়া মহাপ্রভুর ভোগের মালসা নিতে আগ্রহী ভক্তবৃন্দকে ২৫১ টাকা দিতে হবে। বহু দূর থেকে আগত ভক্ত বৃন্দ নাম শ্রবণ করতে আসে এবং তারা বিশ্বাস করে যে, ভক্তিতেই মুক্তি। এছাড়া হিন্দু ধর্মের ভগবান শ্রী কৃষ্ণ’র মুখ নিঃসৃত বাণী হলো -” আমার হতে নাম বড়ো, আমার নাম হতে আমার ভক্ত বড়ো. ” তাই তারা নাম শ্রবণ এ আগ্রহী,এই ধরাধাম থেকে অমৃত ধামের পথে এবং শ্রী গোলকের চরনে ঠাই পাবার জন্য। মহানাম যজ্ঞানুষ্টান পরিচালনা করেন,অত্র গ্রামের ভক্তবৃন্দ এবং মন্দির পরিচালনা কমিটি।