নিজস্ব প্রতিনিধি : আজ সোমবার ৬ নভেম্বর বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ময়মনসিংহ বিভাগীয় অফিস ও ময়মনসিংহ জেলা প্রশাসন এর সমন্বয়ে ময়মনসিংহ সদর উপজেলায় পণ্যের গুনগত মান নিয়ন্ত্রন এবং পণ্য মোড়কজাতকরণের বিষয়ে দুইটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
প্রথম মোবাইল কোর্ট পরিচালনা কালে ‘অটোমোবাইল ফিলিং স্টেশন,গঙ্গাদশ গুহ রোড, সদর, ময়মনসিংহ” নামক প্রতিষ্ঠানটির ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে কম প্রদান করায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮” অনুযায়ী ৫০০০ টাকা জরিমানা করা হয়।
দ্বিতীয় মোবাইল কোর্ট পরিচালনা কালে ‘খামারি-ই দই মিষ্টি, হরিকিশোর রায় রোড, সদর, ময়মনসিংহ’ নামক প্রতিষ্ঠানের বিক্রিত “ফার্মেন্টেড মিল্ক(দই) পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ছাড়াই বিক্রি ও বিতরণ করাসহ এসংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করায় ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন ২০১৮’ অনুযায়ী ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
প্রথম মোবাইল কোর্টটি ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এর নেতৃত্বে পরিচালিত হয় এবং দ্বিতীয় মোবাইল কোর্টটি ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস এর নেতৃত্বে পরিচালিত হয়।
উভয় মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ময়মনসিংহ বিভাগীয় অফিসের কর্মকর্তা আমির হামজা, পরিদর্শক (মেট) এবং প্রকৌশলী অর্ণব চক্রবর্ত্তী, ফিল্ড অফিসার (সিএম)।