নিজস্ব প্রতিনিধি : রংপুরে বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, আজ শনিবার ৯ ডিসেম্বর, , সকাল ১১ টায় বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র, পায়রাবন্দ, মিঠাপুকুর, রংপুরে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এঁর ১৪৩তম জন্ম এবং ৯১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে “রোকেয়া দিবস ২০২৩” উদযাপিত হয়।
মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রংপুর এর সভাপত্বিতে আমন্ত্রিত অতিথিবৃন্দ নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পন, এক মিনিট নিরবতা পালন ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এরপর পায়রা অবমুক্তকরনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।
এসময় জেলা পুলিশ, রংপুরের পক্ষে বেগম রোকেয়ার সমাধীতে পুস্পার্ঘ অর্পন মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক অনোয়ারা সৈয়দ হক, ফেলো, বাংলা একাডেমি, ঢাকা, কথা সাহিত্যিক সেলিনা হোসেন, সভাপতি, বাংলা একাডেমি; বীর মুক্তিযোদ্ধা মো: মোছাদ্দেক হোসেন বাবলু, চেয়ারম্যান, জেলা পরিষদ, রংপুর, শাহরিয়ার রহমান, উপজেলা নির্বাহী অফিসার, মিঠাপুকুর, রংপুর, রনজিনা সাবের (বেগম রোকেয়ার উত্তরসূরি), পায়রাবন্দ, রংপুর, একরামুল হক, অধ্যক্ষ, পায়রাবন্দ সরকারি ডিগ্রী কলেজ, মিঠাপুকুর, রংপুর, মোঃ আবিদ করিম, সহকারী সম্পাদক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র, বাংলা একাডেমি, ঢাকা, প্রফেসর মোহাম্মদ শাহ আলম, ভূতপূর্ব অধ্যাপক, বাংলা, কারমাইকেল কলেজ, রংপুর, রফিকুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক, বেগম রোকেয়া স্মৃতি সংসদ, মিঠাপুকুর, রংপুরসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।