মুন্সীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে  হানাদার মুক্ত দিবস পালিত 

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি  : আজ সোমবার  ১১ই ডিসেম্বর বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জে  হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,১১ই ডিসেম্বর বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জে  হানাদার মুক্ত দিবস উপলক্ষে  মুক্তিযোদ্ধা সংসদ, মুন্সীগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আয়োজনে শহরের ডিসি কোর্ট চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।


বিজ্ঞাপন

র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরবর্তীতে পায়রা এবং বেলুন উড়ান হয়।

এতে জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয় এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মুন্সীগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার  মোহাম্মদ আসলাম খান।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ১৯৭১ সালের এই দিনে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর আক্রমনে পালিয়ে যেতে বাধ্য হয় পাকিস্তানি হানাদার ও তার দোসররা।

আকাশে উড়ে লাল সবুজের স্বাধীন পতাকা। মুক্তির মিছিল ছড়িয়ে পড়ে জেলা থেকে গ্রাম ও গ্রামন্তরে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *